আগের শক্তিশাল রেসিসটান্স লেভেল থেকে এই শেয়ার টি বেশ কারেকশান হয়ে আপাতত ঠিক ত্রেন্ড লাইন সাপোর্ট এর উপর আছে। ত্রেন্ড লাইন সাপোর্ট থেকে কোন বূলীষ রিভার্সাল ক্যান্ডল ও পরের ক্যান্ডলে কনফার্মেশন আসলে এই লেভেলে(৪৫ টাকা) বাই করা যায়। কোন কারণে ট্রেনড লাইন ভেঙ্গে নিচে চলে আসলে ৪২ টাকায় এভারেজ
করুন। আশা করি স্টপ লস দেবার কোন কারন থাকবেনা , টেইক প্রফিট জোন হচ্ছে ৫৫ টাকা।
যদিও কনফার্ম বলা যাচ্ছেনা তবে এটি ৪৫ লেভেল থেকে বুলিশ হলে বাটার ফ্লাই প্যাটার্ন বানিয়ে আপ ট্রেনড কন্টিনিউ করতে পারে। তাছাড়া ৪২ টাকা থেকে সাপোর্ট পেলে আমরা বলতে পারি এটি ডাবল বটোম , সেক্ষেত্রে শেয়ারটি w প্যাটার্ন বা wining প্যাটার্ন মেইক করতে পারে।
সব সময় বটোম লেভেলে শেয়ার কিনার চেষ্টা করুন। হ্যাঁ ৫/৭ দিন এই লেভেল একূমূলেষোণ হউক সমস্যা কি ?
২/৪ দিন ২-৪% আপ ডাওণ হউক তাতে মন খারাপ করার কিছু নাই। আপনি কিনার পর দিন থেকেই যে শেয়ার টি বাড়তে হবে এমন যুক্তি ও আবেগ নিয়ন্ত্রণ করুন। ফেইসবুকে স্বল্প শিক্ষত ও চার্ট বিষয়ে অজ্ঞ পেইড দালাল দের কথায় শেয়ার কিনা বেচা থেকে বিরত থাকুন। আপনি যার কথায় শেয়ার কিনতেছেন তার ব্যাকগ্রাউন্ড ও এডুকেশন লেভেল না জেনে তাকে অন্ধ বিশ্বাস করবেন না। আপনি নিজে টি এ শিখে তা প্রয়োগ করতে সচেষ্ট হউন। আপনার বিনিয়োগ নিরাপদ থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের পোস্ট এখানে শেষ করলাম।
আহমেদ কামাল
৭/৩/২০১৭
SAPORTL technical chart , 07/03/2017
11:14 PM
dhaka stock exchange. Dse. stock market. capital market. hot stock. share bazar. price action trading,
dhaka stock exchange. Dse. stock market. bangladesh capital market. hot stock. share bazar
