হ্যাঁ আপনি বাসায় বসে শিখতে পারেন এখন থেকে টেকনিক্যাল এনালাইসিস ।
৬২+১৫ = ৭৭ ভিডিও ,= ১৪ ঘণ্টার ভিডিও কোর্স । উক্ত dvd তে টেকনিক্যাল এনালাইসিস এর প্রায় সকল বিষয় কে খুব সহজ করে বাংলা ভাষায় বর্ণনা করা হয়েছে ও উদাহারন হিসাবে dse র চার্ট কে নেওয়া হয়েছে।
ফিজিক্যাল কোর্স করলে আমাদের অনেকের ই অনেক বিষয় মনে থাকেনা, আবার সব বিষয়ে কনসেনন্টেইট করা যায়না। আবার কোন বিষয়ে সন্দেহ থাকলে বা না বুজলে পরবর্তীতে ট্রেইনারের কাছে গিয়ে হেল্প পাবার সুযোগ নাই। DVD তে এই বিষয়টি নাই আপনি একেকটি বিষয় কে বার বার দেখার সুযোগ পাচ্ছেন । তাছাড়া DVD কিনার পর ১ বছরের লার্নিং সাপোর্ট পাচ্ছেন, তার মানে ১২ মাসের কোর্স এটি বলা যায় । আপনি কোন বিষয় না বূজলে বা কম বূজলে ফোনে, ফেইসবুকে র মাধ্যমে আবার বা বার বার জানার বুজার সুযোগ পাচ্ছেন। তাই কেউ টেকনিক্যাল এনালাইসিস শিখতে হলে dvd কিনতে পারেন, আমি আগামি ১ বছর লার্নিং সাপোর্ট দিব ইনশা আল্লাহ।
২ টি প্যাকেজ
---------------
১ম প্যাকেজ মুল্য ৪২০০ টাকা
সুবিধা সমুহ
১) ১২ মাসের লার্নিং সাপোর্ট
২) ফেইসবুক সেক্রেট গ্রুপে ট্রেডিং সাপোর্ট
৩) ভিবিণ্ন সময়ে ফ্রি ভিডিও এনালাইসিস ও চার্ট এনালাইসিস
৪) ট্রেড আওয়ারে ইনস্ট্যান্ট বাই সেল রিকমান্ডেষন ও অনলাইন আড্ডা
২য় প্যাকেজ
শুধু মাত্র dvd মুল্য ২৫০০ টাকা ।
যোগাযোগ - আহমেদ কামাল
মোবাইল নং- ০১৭১১ ২৮২৯৪৬
ইমেইল- buydvd2017@gmail.com
ঘরে বসে টেকনিক্যাল এনালাইসিস শিখার অপূর্ব সুযোগ ।
11:48 PM
dhaka stock exchange. Dse. stock market. capital market. hot stock. share bazar. price action trading,
dhaka stock exchange. Dse. stock market. bangladesh capital market. hot stock. share bazar

2 comments
Boss 1000 Taka, কল দেন, কখন কোথা থেকে নিতে হবে বলেন, ০১৮১২৯১৮১৬১